ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে “Basic First Aid” Course অনুষ্ঠিত।
অদ্য ২৪ নভেম্বর ২০১৯ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এবং United State Pacific Command (PACOM) কর্তৃক ০৫ দিন ব্যাপী “Basic First Aid” Course শুরু হয়। কোর্সের উদ্ভধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস্ সালাম পিপিএম, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স। গেস্ট অব অনার হিসেবে United State Pacific Command (PACOM) এর পক্ষে Mr. Karl Clark, Program Director, ICTAP, US Embassy, Dhaka উপস্থিত ছিলেন। কোর্সে ইন্ডাস্টিয়াল পুলিশের ১০ জন সহ বিভিন্ন ইউনিটের মোট ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!