কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় মসজিদে পবিত্র কোরান শরীফ বিনষ্টকরণের ঘটনা PRESS NOTE PHQ MEDIA, 21 OCT 2019
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া উল্লিখিত শিরোনামের ঘটনাটি ২০১৬ সালের অক্টোবর মাসের ১৯ তারিখের। উক্ত ঘটনায় একটি মামলা হয়েছিল যার নং-১১/২১৬, তারিখ-১৯/১০/২০১৬ খ্রি:। উক্ত মামলায় সংশ্লিষ্ট আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) কে পুলিশ দ্রæততম সময়ে গ্রেফতার করে আদালতে হাজির করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আসামী করে পুলিশ এই মামলায় আদালতে চার্জশীট দাখিল করে যার নং-২১২, তারিখ-৩০/১১/২০১৬ খ্রি:। মামলাটি আদালতে বিচারাধীন।
অতএব, অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনাটি পুনরুল্লেখ করে জনগনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাটিকে সামাজিক যোগযোগ মাধ্যমে পুনরায় ছড়িয়ে দিয়ে একটি সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা একান্ত কাম্য।
কোনো প্রকার গুজব না ছড়াতে এবং কোনো গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। যে কোনো ঘটনার সত্যতা যাচাই করতে নিকটস্থ পুলিশকে বা ৯৯৯-এ ফোন করুন। ধন্যবাদ।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!